চলে গেলেন গণশিল্পী গদর। আজকে তাঁর কথা তাঁর কাজ দিয়েই তাঁকে স্মরণ করতে হয়। বেশ কিছু বছর আগে কাঞ্চন কুমার এই কথাগুলো লিখেছিলেন - "জননাট্যমণ্ডলী এবং বিপ্লবী শিল্পী গদর" , সেই লেখার সংক্ষেপিত অংশ এখানে প্রকাশ করা হলো। ও রিক্সাচালক রহিম ভাই, পাথর ভাঙ্গিয়ে রাম ভাই, ড্রাইভার মল্ল ভাই, কুলি কোমরম ভাই, ভারিওয়ালা মেসন ভাই, আর মজুর ভাইদের প্রতি নিবেদন অনুগ্রহ করে আমাদের কথা শুনুন- কাঁধের উপর লাল পাড় চাদর, হাঁটু অবধি লাল পাড় হলদে ধুতি, পায়ে ঘুঙুর, হাতে লাঠি নিয়ে জনগণের কাছে আবেদন রাখছেন জননাট্যমণ্ডলীর নেতৃত্বকারী শিল্পী গদর। আড়াই দশক ধরে বিপ্লবী গান গেয়ে, পালা বদলের নাটক অভিনয় করে, নৃত্যনাট্যে নেচে গেয়ে বিদ্রোহের বাণী শুনিয়ে আসছেন।
by কাঞ্চন কুমার | 07 August, 2023 | 1495 | Tags : Gaddar Peoples War Telengana Revolutionary Artist